মহিলা সৈনিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি
The Bangladesh Army Mohila Sainik (F Sainik) Recruitment Notice 2020 has been Published. The date of initiation of application via SMS is February 25, 2020, and the deadline is March 15, 2020. The female soldier admit card must download from online. Candidates will be informed via SMS 72 hours before the exam date. Candidate recruitment test for the post of Sainik (female) will be held at the scheduled cantonment in 2020. Detailed information for applying for female candidates from all districts interested in joining the army is as follows:
Eligibility:
General Trade (GD), BNCC and Child of Army Person:
- Age: On January 24, 2021, not less than 17 years and not more than 20 years (Affidavit not accepted).
- Educational Eligibility: Minimum SSC/ Equivalent (Madrasah/ Technical/ Open University) Passed with minimum GPA-3.00. Preference will be given to candidates who have passed from the science group.
খ। টেকনিক্যাল ট্রেড- (TTTI)
(১) বয়স । ২৪ জানুয়ারি ২০২১ তারিখে ১৭ বছর এর কম এবং ২১ বছরের বেশি হবে না। (এফিডেভিট গ্রহণযােগ্য নয়)।
(২) শিক্ষাগত/কারিগরি যােগ্যতা। এসএসসি/সমমান (মাদ্রাসা/কারিগরি/উন্মুক্ত) পরীক্ষায় ন্যূনতম জিপিএ-৩.০০ পেয়ে উত্তীর্ণ এবং টিটিটিআই (TTTI) হতে সংশ্লিষ্ট ট্রেড কোর্সে যােগ্য। বিজ্ঞান বিভাগ হতে উত্তীর্ণ প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে।
খ। শারীরিক যোগ্যতা: প্রার্থীর উচ্চতা কমপক্ষে ১.৬০ মিটার (৫ ফুট ৩ ইঞ্চি) হতে হবে। বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও সম্প্রদায়ের জন্য সর্বনিম্ন উচ্চতা ১.৫৬ মিটার (৫ ফুট ১ ইঞ্চি)।
প্রার্থীর ওজন সর্বনিম্ন ৪৭ কেজি বা ১০৪ পাউন্ড হতে হবে। বুকের মাপ কমপক্ষে স্বাভাবিক অবস্থায় ০.৭১ মিটার বা ২৮ ইঞ্চি এবং স্ফীত অবস্থায় ০.৭৬ মিটার বা ৩০ ইঞ্চি হতে হবে।
এসএমএস ও অনলাইনের মাধ্যমে আবেদনের নিয়মাবলী:
আবেদনের জন্য টেলিটক প্রিপেইড মােবাইলের মেসেজ অপশনে গিয়ে নিম্নলিখিত তথ্যগুলাে টাইপ করে ১৬২২২ নম্বরে প্রথম এসএমএস করতে হবে ।
১। সাধারণ (জিডি) প্রার্থীদের ক্ষেত্রে নিম্নবর্ণিতভাবে টাইপ করে প্রথম এসএমএস প্রেরণ করতে হবে। 1st SMS: FSAINIK<space> 1ST THREE LETTERS OF SSC BOARD <space> ROLL <space> PASSING YEAR <space> DISTRICT CODE
উদাহরণ ঃ FSAINIK DHA 236098 2018 34 (ঢাকা বাের্ডের জন্য DHA, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের জন্য BOU, কারিগরী শিক্ষাবাের্ডের জন্য TEC ইত্যাদি, এছাড়াও স্ব স্ব জেলার সামনে নিম্নবর্ণিত জেলা কোড অনুযায়ী)।
২। বিএনসিসি (BNCC) প্রার্থীদের ক্ষেত্রে নিম্নবর্ণিতভাবে টাইপ করে প্রথম এসএমএস প্রেরণ করতে হবে।
1st SMS: FSAINIK<space> 1ST THREE LETTERS OF SSC BOARD <space> ROLL <space> PASSING YEAR <space> DISTRICT CODE <space>BNCC উদাহরণঃ FSAINIK DHA 236098 201734 BNCC (ঢাকা বাের্ডের জন্য DHA, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের জন্য BOU, কারিগরী শিক্ষাবাের্ডের জন্য TEC ইত্যাদি, এছাড়াও স্ব স্ব জেলার সামনে নিম্নবর্ণিত জেলা কোড অনুযায়ী)।
৩। সেনাসন্তান (SS) প্রার্থীদের ক্ষেত্রে নিম্নবর্ণিতভাবে টাইপ করে প্রথম এসএমএস প্রেরণ করতে হবে।
প্রথম এসএমএস: FSAINIK<space>1ST THREE LETTERS OF SSC BOARD <space> ROLL<space> PASSING YEAR <space> DISTRICT CODE <space>SS উদাহরণঃ FSAINIK DHA 236098 2017 34 SS (ঢাকা বাের্ডের জন্য DHA, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের জন্য BOU , কারিগরী শিক্ষাবাের্ডের জন্য TEC ইত্যাদি, এছাড়াও স্ব স্ব জেলার সামনে নিম্নবর্ণিত জেলা কোড অনুযায়ী)।
৪। টিটিটিআই (TTTI) প্রার্থীদের ক্ষেত্রে নিম্নবর্ণিতভাবে টাইপ করে প্রথম এসএমএস প্রেরণ করতে হবে। প্রথম এসএমএস ঃ FSAINIK<space>1ST THREE LETTERS OF SSC BOARD <space> ROLL <space> PASSING YEAR <space> DISTRICT CODE <space>TTTI উদাহরণঃ FSAINIK DHA 236098 2018 34 TTTI (ঢাকা বাের্ডের জন্য DHA, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের জন্য BOU, কারিগরী শিক্ষাবাের্ডের জন্য TEC ইত্যাদি, এছাড়াও স্ব স্ব জেলার সামনে নিম্নবর্ণিত জেলা কোড অনুযায়ী)।
দ্বিতীয় এসএমএস:
প্রথম এসএমএস এর পর যােগ্য প্রার্থীগণকে একটি পিন নম্বর সম্বলিত এসএমএস প্রেরণ করা হবে। পরবর্তীতে প্রার্থীগণ পিন নম্বর প্রাপ্তি সাপেক্ষে আবেদন করতে ইচ্ছুক হলে পুনরায় দ্বিতীয় এসএমএস করতে হবে। উল্লেখ্য, ভর্তি পরীক্ষার ফি বাবদ ২০০/- টাকা কর্তন করা হবে বিধায় মােবাইল ব্যালেন্স ২০০/- টাকার অধিক থাকা আবশ্যক। footh 474747 : FSAINIK<space>YES<space>PIN NUMBER<space>CONTACT MOBILE NUMBER and send to 16222 Intest : FSAINIK YES 894098 01XXXXXXXXX and send to 16222
মহিলা সৈনিক প্রবেশপত্র ডাউনলোড:
প্রার্থীদের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ এর জন্য অনলাইন থেকে প্রবেশ পত্র সংগ্রহ করতে হবে। প্রবেশপত্র ছাড়া কোনাে প্রার্থীকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে দেয়া হবে না।
দ্বিতীয় এসএমএস প্রেরণের পর প্রার্থীকে একটি USER ID ও Password দেয়া হবে। উক্ত USER ID ও Password এর মাধ্যমে প্রার্থীকে আবেদনের সাথে সাথে http://sainik.teletalk.com.bd এ লগইন করে অনলাইন আবেদন ফরম পূরণ করতঃ নিজস্ব প্রবেশপত্র প্রিন্ট করে নিতে পারবে। উল্লেখ্য, আবেদনের ৭২ ঘন্টার মধ্যে প্রবেশপত্র প্রিন্ট করতে ব্যর্থ হলে পরবর্তীতে প্রবেশপত্র প্রিন্ট নেয়া যাবে না।।
প্রার্থীর ৩০০ X ৩০০ (দৈর্ঘ্য ও প্রস্থ) Pixel এর রঙ্গীন ছবি আপলােড করতে হবে । ফাইল সাইজ সর্বোচ্চ ১০০ কেবি (kb) এর মধ্যে হতে হবে।
প্রার্থী কর্তৃক পূরণকৃত সকল তথ্যই প্রবেশপত্রে প্রদর্শিত হবে। তাই প্রবেশপত্রসহ পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। তবে প্রতারক চক্র থেকে দূরে থাকার জন্য গােপনীয়তা রক্ষার লক্ষ্যে পরীক্ষার স্থান ও তারিখ প্রবেশপত্রে উল্লেখ করা হবে না ।
প্রত্যেক প্রার্থীকে নিজ নিজ ভর্তি পরীক্ষার ৭২ ঘন্টার পূর্বে টেলিটক কর্তৃক এসএমএস এর মাধ্যমে পরীক্ষার স্থান ও তারিখ জানানাে হবে ।
হেল্প লাইন:
প্রার্থীর USER ID ও Password হারিয়ে / ভুলে গেলে পুনরায় পাওয়ার জন্য এবং ভর্তি পরীক্ষার স্থান ও তারিখ নিজ উদ্যোগে জানার জন্য নিম্নলিখিত তথ্যগুলি টাইপ করে শুধুমাত্র টেলিটক মােবাইল হতে ৬৫৯৬ নম্বরে প্রেরণ করতে হবে সেক্ষেত্রে চার্জ অপ্রযােজ্য। তবে, পরীক্ষার ৭২ ঘন্টা পূর্বে প্রার্থীকে তার পরীক্ষার স্থান ও তারিখ টেলিটক এর ০১৫৫২১৪৬০৬০/0১৫৫০১৫৫৫৫৫ নম্বর থেকে স্বয়ংক্রিয়ভাবে ৩/৪ টি এসএমএস এর মাধ্যমে জানানাে হবে। FSAINIK<space>HELP<space>SSC BOARD<space>ROLL<space>PASSING YEAR<space>DISTRICT CODE 27 FSAINIK<space>HELP<space >PIN<space> PIN NUMBER send to 6596 উদাহরণ ঃFSAINIK HELP DHA 236098 2017 ৩৪ অথবা FSAINIK HELP PIN 894098
এসএমএস ও অনলাইন সংক্রান্ত যেকোন ধরনের অনুসন্ধানের জন্য শুধুমাত্র টেলিটক মােবাইল হতে ১২১ নম্বরে কল করলে যেকোন তথ্য জানা যাবে।
ভর্তির সময় নিম্নেবর্ণিত সনদপত্র/ছবি/লেখার সামগ্রী অবশ্যই সঙ্গে আনতে হবে:
ক। শিক্ষাগত যােগ্যতার মূল সনদপত্র/ACADEMIC TRANSCRIPT (মার্ক শীট)। ফটোকপি হলে সত্যায়িত হতে হবে। তবে পরবর্তীতে মূল সনদপত্র প্রদর্শন করতে হবে।
খ। সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক দেয়া স্থায়ী ঠিকানা ও জন্ম তারিখ সম্বলিত মূল প্রশংসাপত্র।
গ। টিটিটিআই (TTTI) প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট টেকনিক্যাল ট্রেড কোর্সে যােগ্যতা অর্জনের স্বপক্ষে সনদ পত্রের মূলকপি।
ঘ। অভিভাবকের সম্মতিসূচক সনদপত্র যা সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক সত্যায়িত হতে হবে।
ঙ। এসএসসি পরীক্ষার প্রবেশপত্র (ADMIT CARD)।
চ। সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক দেয়া জন্মসূত্রে নাগরিকত্ব ও চারিত্রিক সনদপত্রের মূল কপি।
ছ। নিজ জন্ম নিবন্ধন সনদ পত্র এবং পিতা ও মাতা এর জাতীয় পরিচয়পত্র/স্মার্ট কার্ড এর সত্যায়িত ফটোকপি এবং নিজের যদি থাকে।
জ। সদ্যতােলা পাসপাের্ট সাইজের (৫ সেঃ মিঃ X৪ সেঃ মিঃ) ০৬ কপি এবং ষ্ট্যাম্প সাইজের (২.৫ সেঃমিঃ x ২ সেঃমিঃ) ০২ কপি সত্যায়িত ছবি। ছবির পটভূমি নীল আকাশী রংয়ের, পরিধেয় পােশাক হালকা রং এর হতে হবে ।
ঝ। সাঁতার পরীক্ষা দেয়ার জন্য প্রয়ােজনীয় পােশাক।
ঞ। লিখিত পরীক্ষার জন্য কলম, জ্যামিতি বক্স, পেন্সিল, স্কেল ও ক্লিপবাের্ড ইত্যাদি।
ট। উপজাতিদের ক্ষেত্রে, উপজাতি প্রমাণ স্বরূপ তাদের রাজা/উপজাতি প্রধান/সিটি কর্পোরেশন/ইউপি চেয়ারম্যান এর সনদপত্র।