ডিপ্লোমা ইন মেরিন ভর্তি বিজ্ঞপ্তি
মেরিন ভর্তি বিজ্ঞপ্তি ২০১৯ প্রকাশিত হয়েছে। ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং ভর্তি বিজ্ঞপ্তি আজ প্রকাশিত হয়। মোট দুটি টেকনোলজিতে ভর্তি আবেদন গ্রহণ করা হবে। মেরিন টেকনোলজি এবং শিপবিল্ডিং টেকনোলজিতে একই সাথে আবেদন করা যাবে।
বাঙলাদেশ জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) এর অধীনে ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজিসমূহে ৪ বছর মেয়াদি ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং কোর্সে শিক্ষার্থী ভর্তির জন্য অনলাইনে আবেদন আহ্বান করা হয়েছে।
ভর্তি কার্যক্রমের সময়সূচি:
অনলাইনে ভর্তি আবেদন শুরু ১২ মে ২০১৯ তারিখে। আবেদন শেষ হবে ৮ জুন ২০১৯ তারিখে। আবেদনের একঘন্টা পূর্বে আবেদন ফি জমা দিয়ে আবেদন শুরু করতে হবে। এসএমএস ও অনলাইনে ফলাফল প্রকাশ করা হবে আগামী ১৫ জুন ২০১৯ তারিখে। মূল মেধা তালিকা হতে ভর্তি চলবে ১৬ জুন ২০১৯ তারিখ থেকে ২৫ জুন ২০১৯ তারিখ পর্যন্ত। আসন শূণ্য থাকা সাপেক্ষে অপেক্ষমান তালিকা হতে ভর্তি কার্যক্রম চলবে ২৯ জুন ২০১৯ তারিখ থেকে ২৫ জুলাই ২০১৯ পর্যন্ত। ক্লাস শুরু হবে ১ আগষ্ট ২০১৯ থেকে।
আবেদনের যোগ্যতা:
২০১৭, ২০১৮ ও ২০১৯ সালে দেশের সকল শিক্ষা বাের্ড অথবা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত এসএসসি/দাখিল/এসএসসি(ভােকেশনাল)/দাখিল(ভােকেশনাল)/সমমানের
পরীক্ষায় উত্তীর্ণ এবং ছেলেদের ভর্তির ক্ষেত্রে সাধারণ গণিত বা উচ্চতর গণিতে জিপিএ ৩.০০ সহ কমপক্ষে জিপিএ ৩.৫০ প্রাপ্ত শিক্ষার্থীরা এবং মেয়েদের ভর্তির ক্ষেত্রে সাধারণ গণিত বা উচ্চতর গণিতে জিপিএ ৩.০০ সহ কমপক্ষে জিপিএ ৩.০০ প্রাপ্ত শিক্ষার্থীরা এবং ও’ লেভেলে যেকোন একটি বিষয়ে ‘সি’ গ্রেড এবং গণিতসহ অন্য যেকোন দুটি বিষয়ে নুন্যতম ‘ডি’ গ্রেড প্রাপ্ত উত্তীর্ণ শিক্ষার্থীরা ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে ভর্তির জন্য আবেদন করতে পারবে। এস.এস.সি.সহ বাংলাদেশ কারিগরি শিক্ষা বাের্ড কর্তৃক অনুমােদিত ০২ (দুই) বছর মেয়াদী ট্রেড কোর্স সম্পন্ন প্রার্থীরাও আবেদন করতে পারবে।
৩.০ ভর্তি সংক্রান্ত তথ্যাবলি:
৩.১ প্রার্থী নির্বাচনে কোন ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে না। কেবলমাত্র এসএসসি বা সমমান পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রার্থী নির্বাচন করা হবে। | ৩.২ ভর্তির জন্য নির্ধারিত আবেদনপত্র অন-লাইনের মাধ্যমে দাখিল করতে হবে। ভর্তির জন্য নির্ধারিত আবেদন ফরম, ভর্তির নির্দেশিকা ও আবেদনের নিয়মাবলী
বাংলাদেশ কারিগরি শিক্ষা বাের্ড এর ওয়েবসাইটে (www.bteb.gov.bd, www.btebadmission.gov.bd) পাওয়া যাবে। আবেদনকারীর ছবি
(পরিস্কার পাসপাের্ট সাইজের রঙিন ছবি JPEG Format-এ এবং অনধিক ১০০ কই) আপলােড করতে হবে। T৩.৩ অন-লাইনে আবেদনের ক্ষেত্রে ১৫০/-(একশত পঞ্চাশ) টাকা রকেট/শিওরক্যাশ/বিকাশ এর মাধ্যমে জমাদান সাপেক্ষে পছন্দক্রম অনুযায়ী সর্বোচ্চ I ০২ (দুই) টি টেকনােলজিতে আবেদন করা যাবে। | ৩.৪ সরকারি ডিপ্লোমা প্রতিষ্ঠানে ভর্তির জন্য ২৩৮/-(দুইশত আটত্রিশ) টাকা রকেট/শিওরক্যাশ/বিকাশ এর মাধ্যমে প্রদান সাপেক্ষে ভর্তি নিশ্চায়ন/রেজিষ্ট্রেশন
করতে হবে। I ৩.৫ সরকারি প্রতিষ্ঠানসমূহে মেধা ও সরকার কর্তৃক নির্ধারিত কোটা অনুসরণ করে ও আবেদনপত্রে বর্ণিত পছন্দের ভিত্তিতে ভর্তির নীতিমালা-২০১৯ অনুযায়ী
শিক্ষার্থী ভর্তি করা হবে। ৪.০ সরকার কর্তৃক নির্ধারিত কোটা : (সরকারি মেরিন ইনস্টিটিউটের জন্য প্রযােজ্য) ৪.১ মহিলা কোটা-২০%; এস.এস.সি. (ভােকেশনাল)-১৫%; ক্ষুদ্র নৃ-গােষ্ঠি কোটা-২%, মুক্তিযােদ্ধার সন্তান/সন্তানের সন্তানদের-৫%, বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী
কোটা-৫% এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের কর্মকর্তা/কর্মচারীর সন্তানদের জন্য ২% কোটা সংরক্ষিত থাকবে। ৪.২ এস.এস.সি.সহ বাংলাদেশ কারিগরি শিক্ষা বাের্ড কর্তৃক অনুমােদিত ০২ (দুই) বছর মেয়াদি ট্রেড কোর্স সম্পন্ন প্রার্থীদের প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম অনুযায়ী
৫% কোটা সংরক্ষিত থাকবে। ৪.৩ সরকার নির্ধারিত কোটায় আবেদনের প্রমাণপত্র : (ক) ক্ষুদ্র নৃ-গােষ্ঠী প্রার্থীর ক্ষেত্রে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ বা পৌরসভার চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত সনদপত্র
(খ) মুক্তিযােদ্ধার সন্তান/সন্তানের সন্তানদের ক্ষেত্রে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সনদপত্র এবং সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ বা পৌরসভার চেয়ারম্যান অথবা। কাউন্সিলার কর্তৃক সম্পর্ক সনদ দাখিল করতে হবে (গ) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের কর্মকর্তা/কর্মচারীর সন্তানদের ক্ষেত্রে সংশ্লিষ্ট মন্ত্রণালয়/অধিদপ্তর/দপ্তর/প্রতিষ্ঠান প্রধানের সনদপত্র (ঘ) বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীর ক্ষেত্রে সমাজসেবা অধিদপ্তরের সনদপত্র এবং (ঙ) বাংলাদেশ কারিগরি শিক্ষা বাের্ড কর্তৃক অনুমােদিত ০২ (দুই) বছর মেয়াদী ট্রেড কোর্সধারীদের সনদপত্রের সত্যায়িত ফটোকপি, আবেদনকারীর Application ID সম্বলিত প্রিন্ট আউটসহ আবেদনপত্র নির্ধারিত সময়সীমার মধ্যে ডাকযােগে/সরাসরি অফিস সময়ে বাংলাদেশ কারিগরি শিক্ষা বাের্ডের পুরাতন ভবনের ৪১২ নং কক্ষে সরাসরি অথবা খামে ভর্তি কোটার আবেদন” লেখাসহ ডাকযােগে পরিচালক (কারিকুলাম) ও ভর্তি কমিটির সদস্য সচিব, বাংলাদেশ কারিগরি শিক্ষা বাের্ড, ঢাকা ঠিকানায় আগামি ১০/০৬/২০১৯ খ্রি: তারিখের মধ্যে পৌছানাে নিশ্চিত করতে হবে।
শিক্ষাক্রম অনুযায়ী প্রোগ্রাম কোড:
এপ্লিকেশন কোড: জিএমটিএ
রেজিষ্ট্রেশন কোড: জিএমটিসি
আবেদন ফি জমা দেওয়ার পদ্ধতি:
অনলাইনে আবেদন করার কমপক্ষে একঘন্টা পূর্বে আবেদন ফি জমা দিতে হবে। আবেদন ফি রকেট, বিকাশ বা শিউরক্যাশের মাধ্যমে জমা দেওয়া যাবে।
রকেটের মাধ্যমে আবেদন ফি:
*322# ডায়াল করুন। ধাপ-১: মেনু থেকে তে Bill Pay নির্বাচন করুন। ধাপ-২: Successful SMS পাওয়ার জন্য নিজ রকেট একাউন্ট হলে Self/অন্য রকেট একাউন্ট হলে Other নির্বাচন করে মােবাইল নম্বর দিন। ধাপ-৩:Biller ID এর জন্য Other নির্বাচন করুন। ধাপ-৪:Biller ID (220) ইনপুট দিন। ধাপ-৫: Reference Number এ পেমেন্ট কোড়: <প্রােগ্রাম কোড><পাসের সন><বাের্ড কোড>এন্ট্রি দিন (স্পেস দেওয়ার প্রয়ােজন নেই। ধাপ-৬: এসএসসি রােল নাম্বার দিন। ধাপ-৭: Amount এ 150/238 টাকা এন্ট্রি দিন। ধাপ-৮: রকেট একাউন্টের Pin Number প্রদান করুন। Payment সম্পন্ন হলে Successful SMS প্রদর্শিত হবে। SMS এ প্রদর্শিত Transaction ID সংরক্ষন করুন।
শিউরক্যাশের মাধ্যমে আবেদন ফি:
*495# ডায়াল করুন। ধাপ-১: মেনু থেকে Payment নির্বাচন করুন। ধাপ-২: Payment Keyword (BTEB) ইনপুট দিন। ধাপ-৩: পেমেন্ট কোড: <প্রােগ্রাম কোড><পাসের সন><বাের্ড কোড><রােল নাম্বার এন্ট্রি দিন (স্পেস দেওয়ার প্রয়ােজন নেই)। ধাপ-৪: 150/238 টাকা জমা দেওয়ার জন্য শিওরক্যাশ একাউন্টের Pin Number প্রদান করুন। Payment সফল হলে Successful SMS প্রদর্শিত হবে। SMS এ প্রদর্শিত Transaction ID সংরক্ষন করুন।
বিকাশের মাধ্যমে আবেদন ফি:
[ বিকাশ অ্যাপ ডাউনলােড করুন। ধাপ-১: আপনার বিকাশ মােবাইল অ্যাপটি খুলুন। ধাপ-২: বিকাশ অ্যাপ মেন্যু থেকে পে বিল সিলেক্ট করুন। ধাপ-৩: বিলার তালিকা থেকে BTEB সিলেক্ট করুন। ধাপ-৪: পেমেন্ট কোড দিন। পেমেন্ট কোড: <প্রােগ্রাম কোড><পাসের সন><বাের্ড কোড><রােল নাম্বার (স্পেস দেওয়ার প্রয়ােজন নেই)। এরপর কন্টাক্ট নাম্বার দিন। পরের ধাপে | যেতে Arrow বাটনটিতে ট্যাপ করুন। ধাপ-৫: বিলের
পরিমান 150/238 টাকা এন্ট্রি দিন এবং পরের ধাপে | যেতে Arrow বাটনটিতে ট্যাপ করুন। ধাপ-৬: | পেমেন্ট সারসংক্ষেপ যাচাই করে পরের ধাপে যেতে TArrow বাটনটিতে ট্যাপ করুন। ধাপ-৭: আপনার বিকাশ একাউন্টের Pin Number দিন। ধাপ-৮: পে বিল সম্পন্ন করতে স্ক্রীনের নিচের বাটনটি ট্যাপ করে ধরে রাখুন। পে বিল সম্পন্ন করতে একটু অপেক্ষা করুন। ধাপ-৯: শেষধাপে স্ক্রীনে পেমেন্ট কনফার্মেশনের সারসংক্ষেপ দেখে নিন এবং Transaction ID সংরক্ষন করুন।
আবেদনকারী যে শিক্ষা বাের্ড থেকে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, ঐ বাের্ডের নামের প্রথম তিন অক্ষর [যেমন: ঢাকা বাের্ডের বেলায় (DHA), সিলেট (SYL), বরিশাল (BAR), চট্টগ্রাম (CHI), কুমিল্লা (COM), দিনাজপুর (DIN), যশাের (JES), রাজশাহী (RAJ), মাদ্রাসা (MAD), কারিগরি (TEC) (উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (BOU), অন্যান্য – (OTH)] বাের্ড কোড হবে।
(বি:দ্র: উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের রােল নং এ হাইপেন (-) থাকবে না। ভর্তির আবেদন ফি জমা দিতে সমস্যা হলে যােগাযােগ করুন: হেল্প লাইন-১৬২১৬ (রকেট), ০৯৬১৪০১৬৪৯৫ (শিওরক্যাশ), ১৬২৪৭ (বিকাশ) ।