MATS IHT ভর্তি বিজ্ঞপ্তি
সরকারী/বেসরকারী ইনস্টিটিউটে ভর্তিচ্ছুক ছাত্র-ছাত্রীর জন্য এই পরীক্ষা বাধ্যতামূলক। | ২০১৯-২০২০ইং শিক্ষাবর্ষে স্বাস্থ্য অধিদপ্তরের অধীন বাগেরহাট, কুষ্টিয়া, নােয়াখালী, সিরাজগঞ্জ, | টাংগাইল, কুমিল্লা, ফরিদপুর, ঝিনাইদহ ও সাতক্ষীরায় অবস্থিত ৯টি মেডিকেল এ্যাসিসটেন্ট ট্রেনিং স্কুল | (MATS)-এ ৩ (তিন) বৎসর মেয়াদী কোর্স+০১ (এক) বৎসর ইস্টার্নশীপসহ ডিপ্লোমা কোর্স এবং ১৩টি ইনস্টিটিউট অব হেলথ টেকনােলজি (IHT) ঢাকা, রাজশাহী, বগুড়া, চট্টগ্রাম, বরিশাল, রংপুর, ঝিনাইদহ, সিলেট, সিরাজগঞ্জ, সাতক্ষীরা, শেখ হাসিনা ইনস্টিটিউট অব হেলথ টেকনােলজী-জামালপুর, গােপালগঞ্জ ও গাজীপুরে ৩ (তিন) বৎসর মেয়াদী ডিপ্লোমা ইন মেডিকেল টেকনােলজি কোর্সের বিভিন্ন। অনুষদে ছাত্র-ছাত্রী ভর্তির জন্য নিম্নবর্ণিত শর্তাবলীসহ দরখাস্ত আহ্বান করা হচ্ছে। ০১. একযােগে অভিন্ন প্রশ্নপত্রের মাধ্যমে নির্ধারিত সরকারি IHT ও MATS এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ০২. ভর্তি পরীক্ষার তারিখ ১২/০৭/২০১৯ শুক্রবার। সময় ০১ ঘণ্টা (সকাল ১০ টা-১১টা)। | ০৩. ১০০ (একশত) নম্বরের লিখিত পরীক্ষা এমসিকিউ (MCQ) পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। এমসিকিউ |
| (MCQ) উত্তরপত্র (OMR) মেশিনে নিরীক্ষা করা হবে। ০৪. ভর্তির যােগ্যতা ঃ ২০১৫ থেকে ২০১৯ইং সন পর্যন্ত এসএসসি/সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগে উত্তীর্ণ। | ন্যূনতম জিপিএ ২.৫ (পয়েন্ট) প্রাপ্ত হতে হবে। জীববিজ্ঞান বিষয় হিসাবে অবশ্যই থাকতে হবে। ০৫. যে সকল প্রার্থী O-Lebel বা বিদেশ থেকে পাশ করেছেন তাদের ২০০০/- টাকার পে-অর্ডার জমা
প্রদান করে পরিচালক, চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্য জনশক্তি উন্নয়ন এর কাছ থেকে Equivalence Certificate ও ID Code সংগ্রহ করতে হবে। এটা ছাড়া ফরম পূরণ করা যাবে না। বিভাগীয় ( Departmental) প্রার্থীরা পূর্বেই পরিচালক, চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্য জনশক্তি উন্নয়ন
স্বাস্থ্য অধিদপ্তর, মহাখালী, ঢাকা এর কাছ থেকে ID Code সংগ্রহ করবেন। ০৬. ভর্তির দরখাস্ত SMS এর মাধ্যমে করতে হবে। SMS এবং online এ আবেদন করার শুরুর তারিখ |
২১/০৫/২০১৯ সকাল ১০ ঘটিকা। আবেদন করার শেষ তারিখ ১৮/০৬/২০১৯ রাত ১১-৫৯ মিঃ। | প্রবেশপত্র ডাউনলােড শুরুর তারিখ-০৪/০৭/২০১৯ এবং শেষের তারিখ :০৯/০৭/২০১৯ইং পর্যন্ত। | ০৭. ভর্তির আবেদন ফি ৭০০/- টাকা। (প্রি-পেইড টেলিটকের মাধ্যমে)। ০৮. স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত ভর্তি পরীক্ষার ফলাফল ও অপেক্ষমাণ তালিকা তৈরী উভয় ক্ষেত্রে | | কেন্দ্রীয় ভর্তি কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে। ০৯. ভর্তির জন্য সাময়িকভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা এবং অপেক্ষমাণ তালিকা একই সাথে প্রকাশ | | করা হবে। ১০. ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য স্ব স্ব IHT/MATSএর অধ্যক্ষের দপ্তর হতে জানা যাবে। ১১. স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েব সাইট WWW.dghs.gov.bd হতে বিস্তারিত তথ্য জানা যাবে।