41th BCS Preliminary Seat Plan 2020 Exam Date
৪০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার আসন বিন্যাস প্রকাশ করা হয়েছে। এছাড়াও ৪০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার তারিখ প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন পিএসসি।
বিপিএসসি বিস্তারিত আসন বিন্যাস তাদের ওয়েবসাইটে প্রকাশ করেছে। একযোগে সকল বিভাগে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে ৩ মে ২০১৯ শুক্রবার।
বিজ্ঞপ্তি অনুসারে সকাল ১০ টা থেকে সকাল ১২টা পর্যন্ত ২০০ নম্বরের এই পরীক্ষা হবে। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, বরিশাল, খুলনা, সিলেট, ময়মনসিংহ ও রংপুর কেন্দ্রে এক সাথে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীদের সকাল ৮ টা ৩০ থেকে ৯টা ২৫ এর মধ্যে আসন গ্রহণ করতে হবে।
পরীক্ষার হলে ক্যালকুলেটর ও ঘড়ি নিষিদ্ধ করা হয়েছে। পরীক্ষার হলে হলে সময় দেখার জন্য ঘড়ি থাকবে। পরীক্ষার হলে ঘড়ি, মানিব্যাগ, মোবাইল, ক্রেডিট কার্ডসহ সব প্রকার ইলেকট্রনিকস ডিভাইস নিষিদ্ধ করা হয়েছে। এসব পাওয়া গেলে প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হবে বলে জানায় পিএসসি।
বিসিএস প্রবেশপত্র ব্যতীত কোন প্রার্থী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না। এ পরীক্ষায় মোট ২০০ টি এমসিকিউ টাই প্রশ্ন থাকবে। পরীক্ষার্থী প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য ০১ (এক) নম্বর পাবেন, তবে ভুল উত্তর দিলে প্রতিটি ভুল উত্তরের জন্য মোট প্রাপ্ত নম্বর থেকে ০.৫০ নম্বর করে কাটা হবে।
আপডেট: ৪১তম বিসিএস মে ২০২০ এ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। ৪১তম বিসিএস পরীক্ষার তারিখ দেশের করোনা পরিস্থিতির উপর নির্ভর করছে। পরিস্থিতি স্বাভাবিক হলে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন বিপিএসসি পরীক্ষার তারিখ ও বিস্তারিত আসন বিন্যাস প্রকাশ করবে।
কিভাবে ডাউনলোড করা যাবে বিসিএস সিট প্ল্যান:
বিসিএস প্রিলিমিনারি আসন বিন্যাস বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে। বিস্তারিত আসন বিন্যাসটি পিডিএফ ফাইল আকারে ডাউনলোড করা যাবে। বিস্তারিত আসন বিন্যাস ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
৪০তম বিসিএসে আবেদন করেছেন ৪ লাখ ১২ হাজার ৫৩২ জন প্রার্থী। এ পর্যন্ত পিএসসিতে এত বিপুল পরীক্ষার্থী আবেদনের রেকর্ড তৈরি হয়েছে।
গত বছরের ১১ সেপ্টেম্বর ৪০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। ৪০তম বিসিএসের আবেদন গ্রহণ শুরু হয় ৩০ সেপ্টেম্বর থেকে। এই বিসিএসে মোট ১ হাজার ৯০৩ জন ক্যাডার নিয়োগ দেওয়া হবে। তবে এই সংখ্যা আরও বাড়তে পারে।