Download BCS Written Seat Plan [PDF] 2020 Exam Date
৪০তম বিসিএস লিখিত পরীক্ষার তারিখ ও বিস্তারিত সময়সূচি প্রকাশ করা হয়েছে। একই সাথে ৪০তম বিসিএস লিখিত পরীক্ষার আসন বিন্যাস প্রকাশ করা হয়েছে।
৪০তম বিসিএস লিখিত পরীক্ষা আগামী ৪ থেকে ৮ জানুয়ারি ২০২০ তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষা ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর এবং ময়মনসিংহ কেন্দ্রে অনুষ্ঠিত হবে।
৪০তম বিসিএস লিখিত পরীক্ষা ৪ ও ৫ জানুয়ারি সকাল ১টা থেকে দুপুর ২টা, ৬ জানুয়ারি ২০২০ সকাল ১০টা থেকে দুপুর ১টা এবং দুপুর ২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। ৭ জানুয়ারি সকাল ১০টা থেকে দুপুর ১টা এবং দুপুর ২টা থেকে ৩টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। ৮ জানুয়ারি সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত সাধারণ ও কারিগরি/পেশাগত উভয় ক্যাডারের জন্য বাঙলা ১ম ও ২য় পত্র এবং সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত কারিগরি/পেশাগত ক্যাডারের জন্য বাঙলা ১ম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে।
গাণিতিক যুক্তি বিষয়ের ক্ষেত্রে কেবল মাত্র সাধারণ ক্যালকুলেটর ব্যবহার করা যাবে। তবে সাইন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার নিষিদ্ধ।
লিখিত পরীক্ষা শুরু হওয়ার ১৫ মিনিট পর কোন প্রার্থীকে পরীক্ষা কক্ষে প্রবেশ করতে দেয়া হবে না।
৪০তম লিখিত পরীক্ষার আসন বিন্যাস ডাউনলোড:
৪০তম বিসিএস লিখিত পরীক্ষার বিস্তারিত আসন বিন্যাস বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ওয়েব সাইট থেকে ডাউনলোড করা যাবে। লিখিত পরীক্ষার আসন বিন্যাস ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। শুধুমাত্র বিসিএস প্রিলিমিনারি রেজাল্টে উত্তীর্ণ প্রার্থীরাই লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। প্রার্থীকে অবশ্যই নির্ধারিত কেন্দ্রে আসন বিন্যাস অনুসারে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। বিসিএস প্রবেশপত্র ব্যতিত কোন প্রার্থীকে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেয়া হবে না।