Download BCS Written Result 2020 [PDF]
৩৮তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। আজ সোমবার রেজাল্ট প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)। এতে পাস করেছেন ৯ হাজার ৮৬২ জন।
লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করবেন। মৌখিক পরীক্ষার তারিখ এখনও প্রকাশ করা হয়নি। তবে দ্রুততম সময়ে তা প্রকাশ করা হবে। বিসিএস মৌখিক পরীক্ষার আসন বিন্যাস এবং সময়সূচি সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
৩৮তম বিসিএস লিখিত পরীক্ষায় ১৪ হাজার ৫৪৬ জন অংশ নিয়েছিলেন। প্রায় এক বছর পর এই ফলাফল প্রকাশ করল বিপিএসসি। এর মধ্যেই ডাক্তার নিয়োগে বিশেষ ৩৯ তম বিসিএসের চূড়ান্ত ফলাফল দিয়েছে বিপিএসসি।
৩৮তম বিসিএসের মাধ্যমে জনপ্রশাসনে ২ হাজার ২৪ জন ক্যাডার কর্মকর্তা নিয়োগ করার কথা ছিল। তবে এখন এই বিসিএসে ১৩৬ জন বেশি নিয়োগ পাবেন। এতে এই বিসিএসে মোট পদের সংখ্যা হচ্ছে ২ হাজার ১৬০।
৩৮তম বিসিএসের লিখিত পরীক্ষা শেষ হয় গত বছরের ১৩ আগস্ট। ২০১৭ সালের ২৯ ডিসেম্বর ৩৮তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
যেভাবে জানা যাবে রেজাল্ট:
৩৮তম বিসিএস লিখিত পরীক্ষার রেজাল্ট কর্ম কমিশনের ওয়েব সাইট এবি থেকে জানা যাবে। লিখিত পরীক্ষার রেজাল্ট ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ওয়েবসাইট ছাড়াও এসএমএস এর মাধ্যমেও ৩৮তম বিসিএস লিখিত পরীক্ষার রেজাল্ট জানা যাবে। মোবাইলের মাধ্যমে রেজাল্ট জানতে যেকোন মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে লিখুন – PSC space 38 space রেজিস্ট্রেশন নম্বর লিখে 16222 তে পাঠিয়ে দিন।